বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটি এর অঙ্গ সংগঠন হিন্দু ছাত্র ফোরাম,

 ১) সোসাইটির নাম : হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন / বাংলাদেশ জাতীয়  হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটি এর অঙ্গ সংগঠন হিন্দু ছাত্র ফোরাম, 


২) ফাউন্ডেশনের রেজিস্ট্রার্ড কার্য্যালয় : শাপলা ভবন, ৪র্থ তলা, কক্ষ নং -৪০৮, 
৪৯, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

৩) কার্যক্রম এলাকাঃ সমগ্র বাংলাদেশ। 

৪) ফাউন্ডেশনের প্রকৃতিঃ মানব কল্যাণ,অরাজনৈতিক, অ-লাভজনক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। 

৫) এ সংগঠন দেশের প্রচলিত সকল আাইন-কানুন বিধিবিধান মেনে তার কার্যক্রম পরিচালনা করবে। নিবন্ধন লাভের আগে ও পরে সংগঠন কর্তৃক সম্পাদিত সকল কার্যক্রমের দায়ভার সংগঠনই বহন করবে। সংগঠন কর্তৃক গৃহীত কার্যাবলির জন্য নিবন্ধন কর্তৃপক্ষ কোন ক্রমেই দায়িত্ব বহন করবে না। 

৬) লক্ষ্য ও উদ্দেশ্য: ইহা একটি স্বেচ্ছাসেবী, বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান। নিন্মেবর্ণিত সকল উদ্দেশ্যাবলী বাস্তবায়নের পূর্বে সরকার/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের/ উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করা হবে এবং সোসাইটি আইন ১৮৬০ এর ২০ ধারার পরিপন্থি যে কোন উদ্দেশ্য অকার্যকর বলিয়া বিবেচিত হইবে। 

০১। দরিদ্র মানুষের মধ্যে যে কোন প্রকার জনহিতকর বা দাতব্য কার্যক্রম পরিচালনা করা। 

০২। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বৈদিক শিক্ষালয় প্রতিষ্ঠা করে সাহিত্য, কলা ও বিজ্ঞান শিক্ষার কার্যক্রম গ্রহণ করা। 

০৩। অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানবগোষ্ঠীকে উন্নত পদ্ধতিতে শিক্ষামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া। 

০৪। দারিদ্র বিমোচনে জনসাধারণকে/ দরিদ্র জনগোষ্ঠীকে/ মানব সমাজকে উপযোগিতামূলক/ তাহাদের হিতকর কার্যক্রম সম্পর্কে অবহিত করা। 

০৫। সাধারণ মানুষের (অশিক্ষিত/অর্ধশিক্ষিত) মধ্যে পাঠাগার/পাঠকক্ষ প্রতিষ্ঠা করে পাঠাভ্যাস গড়ে তোলার ব্যাপারে সচেতন করা। 

০৬। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা কর্মসূচী বাস্তবায়ন করা ও এইচআইভি এইডস সহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন কর্মসূচী বাস্তবায়ন করা।

০৭। মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলা ও মাদকাসক্ত ও এসিডদগ্ধদের পূর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা। প্রবীণ হিতৈষী কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রবীণদের সুস্থ্য ও নিরাপদ জীবন-যাপনের ব্যবস্থা করা। 

০৮। পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা সৃষ্টি করা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা । 

০৯। অনাথ, অসহায় বৃদ্ধ/বৃদ্ধা, বেকার, পঙ্গু, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের পূনর্বাসনের জন্য কার্যক্রম গ্রহণ করা যাবে। 

১০। পরিবেশ দূষণরোধে গণমানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণে উদ্ভুদ্ব করণ এর লক্ষ্যে উন্নয়ন মুলক কর্মসূচী গ্রহন।

১১। অবহেলিত দারিদ্র পীড়িত মানুষের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যেমন-বন্যা, সাইক্লোন ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান।

১২। দুঃস্প্রাপ্/পুরাতন পান্ডুলিপি/দেশের মধ্যে হারিয়ে যাওয়া লোকগীতি, পুথি সংগ্রহ করে তা প্রকাশ করা।

১৩। সনাতন ধর্ম শিক্ষার মান উন্নয়ন প্রচার এবং প্রতিষ্ঠার নিমিত্তে মন্দির /বৈদিক শিক্ষালয়/ অনাথ আশ্রম স্থাপন করে তাতে বিনামূল্যে বই সরবারাহ করা।

১৪। গরীব, দুস্থদের অসহায় মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে এক কালীন সাহায্য সহযোগিতা করা। 

১৫। সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে সাংস্কৃতিক, সংগীত, খেলাধুলা, চিত্তবিনোদন, কবিতা পাঠ, অংকনসহ ব্যবস্থা করা। 

১৬। মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আইনী সহায়তা প্রদান করা পথ শিশুদের পূর্নবাসন ও বিনা মূল্যে দুঃস্থদের মৃতদেহ ধর্মীয়ভাবে সমাধি/ সৎকার করা।

সোসাইটির, হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন আমাদের সংগঠকে আর্থিক ভাবে সহযোগিতা করে,, 
 আমাদের মূল সংগঠন
বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামকে এর 
হিন্দু স্টুডেন্ট ফোরাম,, হচ্ছে অঙ্গ সংগঠন এবং আমরা এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের একত্র করি বিভিন্ন সমস্যা সনাধানের জন্য চেষ্টা করি,বিভিন্ন সাহায্য দিয়ে থাকি।

কোন মন্তব্য নেই

বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার দাদা শুভ জন্মদিন উপলক্ষে ইন্ডিয়া থেকে শুভেচ্ছা বার্তা

2023 সালে ভারতের G20 প্রেসিডেন্সির প্রধান সমন্বয়কারী। সাবেক ভারতের পররাষ্ট্র সচিব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত, বাংলাদেশে হা...

Flashworks থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.