অস্ট্রেলিয়ান তৃতীয় ধর্ম র স্থান পেয়েছে সবাতন ধর্ম ।
অস্ট্রেলিয়ায় সনাতন ধর্ম কিছু বছর আগেও হাতে গোনা তালিকায় থাকতো। যেটা অস্ট্রেলিয়ান ধর্মোর তালিকায় সপ্তম স্থানে ছিল। কিন্তু আজ 2022 research অনুযাই। অস্ট্রেলিয়ান তৃতীয় ধর্ম র স্থান পেয়েছে।
ধারণা করা হয় অস্ট্রেলিয়ায় কিছু বছর পর সনাতন ধর্ম ইসলাম ধর্মকে ও ছাড়িয়ে যাবে। হাজার হাজার খ্রিস্টান হিন্দু ধর্মের অনুসারী হচ্ছে ও সনাতন ধর্ম গ্রহণ করছে। এছাড়াও ব্রাজিল ইতালি ফ্রান্স সুইজারল্যান্ড রাশিয়া বিভিন্ন দেশে সনাতন ধর্ম জতোস্ত প্রভাব ফেলেছে। হিন্দুরা কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করে না। তবুও হিন্দু ধর্ম দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কারণ সারা পৃথিবী বুঝেছে এবং প্রমাণও পাওয়া গেছে। সনাতন ধর্মই সর্বশেষ্ঠ ও প্রাচীন ধর্ম যেটা সয়ং ঈশ্বরের সৃষ্টি ধর্ম। এর থেকেই প্রতিটা ধর্মের শুরু হয়েছে।
পৃথিবীর শ্রেষ্ঠ প্রাচীন ও শান্তির ধর্ম সনাতন 🚩🚩🚩 জয় মহাকাল>>>জয় শ্রী রাম<<<
কোন মন্তব্য নেই