ফসল খাওয়ায় বাঁধা দিলে হিন্দু সম্প্রদায়ে পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

 বাউফলে হিন্দু পরিবারের নারীসহ কুপিয়ে আহত ৫

৯ মে ২০২২, 



অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলের কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামে ছাগলে ফসল খাওয়ায় বাঁধা দিলে হিন্দু সম্প্রদায়ে পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ ছাগলের মালিক ও তার সংঘবদ্ধ দল।আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। রবিবার (৮ মে) বিকেল সারে পাঁচ টার দিকে ওই ঘটনা ঘটেছে।

এ ব্যপারে বাউফল থানায় মামলা দেয়ার প্রস্তুতি চলছে। সূত্র জানায়, উত্তর কাছিপাড়া গ্রামের নাজেম আলী রাড়ী ৭০ টি ছাগল ও ১০টি গরু পালন করছে। ছাগলকে বেঁধে রেখে পালনের কোন ব্যবস্থা না থাকায় অহরহ আসপাশের জমির ফসল খেত এবং বিনষ্ট করত। নাজেম আলী রাড়ীর বাড়ি সংলগ্ন সুশীল দাসের ৫ একর জমিতে মুগডাল চাষ করা হয়েছিল।

প্রায় দিনই ছাগলসহ গরুতে ওই মুগডাল খেত এবং বিনষ্ট করে আসছিল। এনিয়ে সুশীল দাস একাধিকবার ছাগল ও গরু বেঁধে পালার অনুরোধ করেছিল। ঘটনার দিন ছাগল ও গরুর পাল মুগডালের ক্ষেতে ঢুকে অনেক ডাল খেয়ে ফেলে এবং বিনষ্ট করে।

এনিয়ে সুশীল দাসের ভাতিজা কার্তিক দাস ছাগল-গরু ক্ষেত থেকে সরিয়ে নেয়ার কথা বললে নাজেম আলী রাড়ী জমি ছেড়ে দিয়ে ভারতে চলে যাওয়ার কথা বলে।

অন্যথায় জীবনে মেরে ফেলার হুমকি দেয়। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে নাজেম আলীর তিন ছেলে জাবের রাড়ী(২৮), নিজাম রাড়ী(২৬) এবং নেছার রাড়ী (২৪) দা, রড ও লাঠীসোটা নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগাল করে কার্তিকের উপর হামলা চালায়।

এ সময় তাকে বাঁচাতে সুশীল দাস(৭০), উত্তম দাস (৪০), শুভ দাস (২২), বিউটি রানী(৩৫) এগিয়ে এলে প্রতিপক্ষরা শুভ দাসের মাথায় ও উত্তম দাসের মুখমন্ডলে দা

দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এরপর তারা বৃদ্ধ সুশীল দাসকে পিটিয়ে জখম করে এবং বিউটি রানী নামের এক গৃহবধুকে পিটিয়ে কাপড়-চোপড় খুলে ফেলে এবং গায়ের স্বর্ণলংকার নিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যপারে আজ সোমবার দুপরের দিকে বাউফল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের সূত্র জানিয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায়ভাবে হামলা ও ভারত চলে যাওয়ার হুমকি দেয়ায় ওই পরিবারের সদস্যরা আতঙ্কিত অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার দাদা শুভ জন্মদিন উপলক্ষে ইন্ডিয়া থেকে শুভেচ্ছা বার্তা

2023 সালে ভারতের G20 প্রেসিডেন্সির প্রধান সমন্বয়কারী। সাবেক ভারতের পররাষ্ট্র সচিব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত, বাংলাদেশে হা...

Flashworks থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.