ঢাকেশ্বরী মন্দির থেকে পূজা উদযাপন পরিষদকে বহিস্কারে দাবিতে ঢাকার শাহাবাগে মানব বন্ধন ও মশাল মিছিল।
হিন্দু আইন পরিবর্তনের প্রতিবাদ এবং ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত পুর্নহালের দাবিতে শুক্রবার বিকাল তিনটায় ঢাকার শাহাবাগ মোড়ে মানববন্ধন শেষে মশাল মিছিল করেন বাংলাদেশ হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ কমিটি সহ কয়েকটি হিন্দু সংগঠন। মিছিলটি শাহাবাগ মোড়ে থেকে টি এস সি চত্বর হয়ে শাহাবাগ মোড়ে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা জানান বাংলাদেশের ঢাকেশ্বরী জাতীয় মন্দির একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, পূজা উদযাপন পরিষদ সহ কয়েকটি বিতর্কিত হিন্দু সংগঠন পূজা করার জন্য লিখিত অনুমতি নিয়ে কৌশলে মন্দিরে প্রবেশ করেন, একপর্যায়ে সেবায়েতকে সরিয়ে সম্পূর্ণ মন্দির নিজেদের আয়ত্তে নিয়ে এখন বিভিন্ন রাজনৈতিক সংগঠনিক কার্যকলাপ চালাচ্ছে।
এতে ঢাকেশ্বরী মন্দিরের পবিত্রতা নস্ট সহ পূজায় বিগ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ আনা হয়।
উপস্থিত বক্তারা আরো জানান ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ঐক্য পরিষদ/পূজা উদযাপন পরিষদ/সহ অন্যান্য সংগঠন মন্দির অভ্যন্তরে সভা সমাবেশ করা সহ মন্দিরের সুনাম ও ক্ষেতি ব্যবহার করে খুব সহজেই সরকার ও দেশি বিদেশি সংস্থার সহজ সান্নিধ্যে পেয়ে নিজেদের স্বার্থসিদ্ধ ব্যক্তিগত উন্নয়ন ও সরকারকে বোকা বানিয়ে যে কোন দাবি আদায় করছে খুব সহজে এবং উক্ত মন্দিরে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে নিজেদের পকেট ভারী ও সাংগঠনিক শক্তিশালী হচ্ছে পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ।
মানব বন্ধনে উপস্থিত বক্তারা ঢাকেশ্বরী মন্দিরে ধর্মীয় অনুষ্টান বেতীত মন্দির অভ্যন্তরে সংগঠনিক ও রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ এবং ধর্ম বিরোধী কার্যক্রম ও বাণিজিক কার্যক্রম বন্দের দাবি জানান।
মশাল মিছিল শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পবিত্রতা রক্ষার্থে মন্দির পরিচালনায় সরকারী হস্তক্ষেপ সহ হিন্দু আইন পরিবর্তন না করার জন্য সরকারের নিকট জোরালো দাবি জানানো হয়।
সংগঠনসমূহের নাম
শ্রীশ্রী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন,আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ( ইস্কন ) বাংলাদেশ, মহানাম সম্প্রদায়, বাংলাদেশ, শ্রীশ্রী স্বামী ভোলানন্দগিরি আশ্রম, ঢাকা, শ্রীশ্রী প্রণব মঠ, ঢাকা, শ্ৰীশ্ৰী জাতীয় শিব মন্দির,ঢাকা, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ,হিন্দু আইন পরিবর্তন প্রতিরোধ আইনজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ হিন্দু ল'ইয়ারস অর্গানাইজেশন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সৎসংঘ ফাউন্ডেশন, শ্রীগুরু সংঘ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,বাংলাদেশ মতুয়া মহাসংঘ, ইন্টারন্যাশনাল শ্রীমী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, আচার্য বিবেকানন্দ গোস্বামীআন্তর্জাতিক সেবাশ্রম, (বাংলাদেশ অধ্যায়), বাংলাদেশ হিন্দু পরিষদ, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ ভক্তসংঘ, বাংলাদেশ বৈদিক পরিষদ, বিশ্ব হিন্দু পরিষদ (বাংলাদেশ অধ্যায়), সনাতন বিদ্যার্থী সংসদ,শারদাঞ্জলি ফোরাম, ব্যাংকার্স পূজা পরিষদ, বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মাইনোরিটিসংগ্রাম পরিষদ, বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদ, শ্রীশ্রী শঙ্খনিধি মন্দির উদ্ধার কমিটি, হিন্দু হেরিটেজফাউন্ডেশন, বাংলাদেশ হিন্দু সেবক সংঘ, বাংলাদেশ দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ পরিষদ,বাংলাদেশ সনাতন কল্যান জোট, পতঞ্জলী যোগসংঘ, অনুরাগ শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ,বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন, বৈদিক আর্য সমাজ, সনাতন ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দুলীগ
কোন মন্তব্য নেই